কর্ণফুলীর নদীর কাপ্তাই লেকের চেঙ্গী ভেলী নামক চির সবুজ গ্রামাঞ্চলে জীবতলী ইউনিয়ন অবস্থিত। এটি ১৯৮৩ ইং সালে সৃষ্টি হয়। ভৌগলিক অবস্থান ১০৫নং জীবতলী মৌজা, ১১৮ নং ধনপাতা মৌজা ও ১১৭ নং কৌশল্যাঘোনা মৌজা, ০৩টি মৌজা নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। সীমানা- উ: মগবান মৌজা, দ: কৌশল্যাঘোনা মৌজা, পূ: কেংড়াছড়ি মৌজা ও প: মগবান ইউনিয়ন। আয়তন- ১৫ বর্গ কি.মি. (১৩,৪৪০ একর)। যোগাযোগের মাধ্যম- সড়ক পথে ৪৫ মিনিট এবং নৌ-পথে ১.৩০ মি.। পরিবার সংখ্যা ৭৪৫। মোট জনসংখ্যা ৪,০১৪ জন। ভোটার সংখ্যা ৩,০৭৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস