Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবার পরিকল্পনা সেবা

পরিবার পরিকল্পনা সেবা:

নিম্নোক্ত পরিবার পরিকল্পনা সেবা বিনামূল্যে সরবরাহ করা হয়:

১. ইনজেকশন: এটি মহিলাদের জন্য ক্লিনিক্যাল ও অস্থায়ী দীর্ঘমেয়দি পদ্ধতি। বাংলাদেশে ডিপোপ্রভেরা ইনজেকশন ব্যবহার করা হচ্ছে। ডিপোপ্রভেরা প্রতি ৩ মাস অন্তর অন্তর নিতে হয়।

২. খাবার বড়ি: এটি মহিলাদের জন্ম নিরোধক পদ্ধতি। আমাদের দেশের বেশিরভাগ মহিলা এ পদ্ধতি গ্রহণ করে থাকেন। এটি একটি জনপ্রিয় পদ্ধতি।

৩. কনডম : এটি পুরষদের জন্য একটি অস্থায়ী জন্ম নিরোধক পদ্ধতি।

এছাড়ও আরও নিম্নোক্ত পদ্ধতিগুলো রয়েছে:

৪. টিউভেকটমি

৫. আইইউডি

৬. ইমপ্ল্যান্ট